2.9 C
New York
Saturday, December 5, 2020
Home আন্তর্জাতিক লকডাউন নয়, মাস্ক বাধ্যতামূলক করতে চান বাইডেন

লকডাউন নয়, মাস্ক বাধ্যতামূলক করতে চান বাইডেন

নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন নয়, সবার মাস্ক পরা বাধ্যতামূলক করতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যম বিবিসি ও ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনার প্রকোপ। দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। এ অবস্থায় বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের সঙ্গে বৈঠক করেছেন জো বাইডেন। বেঠকের পর সংবাদ সম্মেলনে বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে লকডাউন করার কোনো পরিকল্পনা তাঁর নেই। তবে সবাইকে মাস্ক অবশ্যই পরতে হবে।’

পাঁচজন ডেমোক্র্যাট এবং পাঁচজন রিপাবলিকান গভর্নরের সঙ্গে আলোচনা করেছেন বাইডেন। সেখানে করোনা মোকাবিলার পরিকল্পনা নিয়ে কথা হয়েছে।

বাইডেন বলেছেন, ‘আমি আবারও বলছি : জাতীয় স্তরে কোনো শাটডাউন করা হবে না। প্রতিটি অঞ্চল, প্রতিটি সম্প্রদায় ভিন্ন হতে পারে। তাই জাতীয় স্তরে শাটডাউন করার মতো কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না।’

ব্লুমবার্গ জানিয়েছে, বাইডেন ও ১০ জন গভর্নর সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন। মাস্ক পরার বিষয়ে বাইডেন বলেন, ‘এটি (মাস্ক পরা) কোনো রাজনৈতিক বিষয় নয়। এটি প্রত্যেক দেশপ্রেমিকের দায়িত্ব।’

বাইডেন এরই মধ্যে করোনা মোকাবিলায় পরিকল্পনা পেশ করেছেন। তাঁর এই পরিকল্পনার মধ্যে রয়েছে, অঙ্গরাজ্যগুলোকে আর্থিক সাহায্য, স্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধি, বেকারদের সহায়তা বাড়ানো, মাস্ক পরা বাধ্যতামূলক করা, সহজে করোনা পরীক্ষার ব্যবস্থা করা ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রেমিট্যান্সের প্রণোদনায় শর্ত শিথিল

একবারে পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্সের বিপরীতে প্রণোদনার ক্ষেত্রে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রেমিট্যান্স প্রেরণকারীর পরিবর্তে এখানকার সুবিধাভোগী প্রয়োজনীয় কাগজপত্র জমা...

করোনার কয়েক কোটি টিকা সরবরাহ করবে চীন

বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি ডোজ করোনার টিকা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। বর্তমানে দেশটিতে চারটি প্রতিষ্ঠানের পাঁচটি টিকা তৃতীয় ধাপের পরীক্ষায় রয়েছে।এর মধ্যে এগিয়ে...

বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলার

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি, কভিড-১৯ মহামারি এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতার সম্পর্ক অব্যাহত রাখার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।সংবাদপত্রের সম্পাদকদের...

পাঁচ মাসে প্রবাসী আয় এক হাজার কোটি ডলার

অক্টোবরের তুলনায় সামান্য কম হলেও প্রবৃদ্ধির দিক থেকে রেকর্ড করেই চলেছে প্রবাসী আয়। অক্টোবর মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছিলো ২১১ কোটি ২৪ লাখ...

Recent Comments